Monday, April 10, 2017

ধিক তরে রাম

ধিক তোরে রাম ধিক
তুই এমন তোর রাজা
প্রজাবত্‌সল নাম কিনতে
সীতা রে দিস সাজা।
প্রাসাদ ছেড়ে এল সে
তোর পিছু পিছু
তার বিনা তোর রাজপাট
বাধে না কি কিছু?
পরের মুখে ঝাল খাস
তুই এমন তর জীব
আধা রাজা আধা স্বামী
দুইএ তে নির্জীব।
আগুনেতে ঝাঁপ দিল সে
রাখতে তোর মান
সিংহাসনে পাশে তারে
দিলি না তুই স্থান
পরেরে মুখে ঝাল খাস
তুই এমন তর জীব
আধা রাজা আধা স্বামী
দুইএ তে নির্জীব।।



No comments:

Post a Comment