Monday, November 27, 2017

ডুবন্ত তরী

ভব সাগরে ডুবছে তরী খান
কোন অতলে তলিয়ে যায় প্রাণ
সাধের বাঁধন ছিঁড়ল বুঝি
যেমনি ডুবল তরিখান
আহা ননা জল ে হারাল ওই
দুটি প্রেমে ভরা প্রাণ।

সকাল হলে বইবে পূবের হওয়া
ঘরে ঘরে চলবে চাওয়া পাওয়া
ডোবা তরী উঠবে না আর ভেসে
দুটির ঠাঁই হবে ভিন দেশে
ছুকে গিয়ে প্রেমের অভিমান
হিমেল ঘরে পাবে তারা স্থান।।

বাসে চড়া

গাড়ি ছুটেছে
পাগলা ঘোড়া
ঝন ঝন ঝন
লাগাম ছাড়া
কাটছে বাতাস
কাঁচির ধারে
এই বুঝি কেউ
ঘাড়ে পড়ে
সামাল সামাল
ধরছি কোষে
আসন খানি
না যায় খোশে
দুলছি কেবল
ে পাশ ও পাশ
অনেক দিনের
অনভ্যাস...

সাধারন মেয়ে

আমি এক সাধারন মেয়ে
অবিরল পথ চলি 
রাজপথ কানাগলি
হেসে কেঁদে নানা গান গেয়ে।

জানো নি আমার পরিচয়
সাদা মাটা চলাফেরা
চেনাজানা কাজে ঘেরা
ভাব তাই মরি আমি ভয়ে।

আছে মোর মনেতে সাহস
আপনারে লুকাইয়ে
কুঁড়িটাকে না ফুটিয়ে
বাহিরেতে পেতেছি আসর।

কত শত আশা বাঁধি বুকে
গপন কুঠুরি মাঝে
সাজাই সতেক সাজে
শুধু তারে আনি নাই মুখে।। 

প্রেমের ধরণ

প্রেম কভু বলেনা মাথা নিচু করো
আপন পথটিত ছেড়ে কাঁটা পথ ধর।

প্রেম কভু কাড়ে না মুখের হাসি
এক দিন হাত ধরে বলে না আসি।

প্রেম কভু ভলে না প্রেমের ব্যাথা
অপমানে ফেলে না প্রানের কথা।

প্রেম শুধু মনে জানে জগত অসাড়
তুলে নেয়ে প্রেমিকের কষ্টের ভার।

যে প্রেম তা পারেনে সে নয়ে আপন
দূর থেকে নমি তারে না করে বরণ।।

Monday, November 13, 2017

Dear Mother As You Depart

Do I bid goodbye, Dear Mother
Yes, in outer part
Do I bid goodbye, Dear Mother
No, no in my heart.
For you bore me and bred me
With love or with hate
You saw me in many states
Your presence moulded me
In the past, and of late
In veins run your blood and mine
Deny that truth, and I'll be lying
Wherever you go, to whatever clime
As mother and child together we shine.

To A Love Gone Sour

I can live my life without your tenderness
My desert days can sprout new leaves afresh
Without your tenderness.

I can keep my smile without your closeness
My fractured soul can heal with own caress
Without your closeness

I can join the heart you have cut in two
New ventures take, make them act as glue
Repair my heart cut in two

One day you will come back to find
I have left your bleeding path behind
You will come back to find

Coz empty spaces can never empty stay
They realign to stop disarray
They never empty stay

So, sleep on, sleep on for all your days
My life will find its path, find a way
Sleep on all your days

My heart may ache, a part of me shut down
In circus of this world, I'll still be clown
In smiles, my tears drown

Erstwhile love once held close to heart and sweet
Now turned sour as grapes out of reach
I have learnt lessons they teach.


Wednesday, November 8, 2017

একচোখোমি

ভগবান এক আছেন বসে
হর্তা কর্তা বিধাতা
শুনে রাখো শোনাই তোমায়ে
একচোখোমির কথা।

করছে যারা হিংসে
করছে যারা ধ্বংস
তারা বেড়ায় বুক চিতিয়ে
ছড়িয়ে আতঙ্ক
তাদের ঘরে রোশনাই
ঝড়ে হাসি আনন্দ।

যারা তোমার কথা মানে
চলে তোমার পথে
তুমি তাদের দেখ না
তুমি তাদের মারো
ধুঁকছে, না মরছে
ভাব না একবারও।

এই কি তোমার বিচার
এই কি তোমার মর্জি
বুঝি না ছাই রকম সকম
জানাই বৃথা আর্জি।।


জানা বোঝা

জেনেছি
পাব না বেশি দিন
জেনেছি
রবে না বেশি ক্ষণ
বুঝেছি
হবে না সে আমার
বুঝেছি
হারাবে বারে বার
মানি সে
দামী না, অতি দামী
যতনে
পরানে রাখি আমি
ছেড়েছি
পাশে থাকার আশা
ভুলেছি
কাছে বাঁধার ভাষা
করেছি
জীবনে মরণ পণ
করেছি
নিজেরে বিসর্জন।।

Without You

I've learnt to smile
                      without you
To run for miles
                       without you
My horizon's wide
                       without you
My living finds grace
                       without you
I was wrong when I thought
Without you I am lost
My heart's in its place
                        without you
My soul finds space
                        without you
Tomorrow I'll know
Where else I can go
How far I can grow
                       without you.

ফানুশ

আকাশেতে ভাসে ওরা
ফানুসের ঢল
চেয়ে চেয়ে দেখে যত
কচিকাঁচা দল
ওই ওরা উড়ে চলে
করে টলমল
থরে থরে চলে দেখ
ফানুসের ঢল।

কেন যায় জানা নেই
শুধু চলাচল
ভেসে চলে অবহেলে
ফানুসের ঢল
ঠিকানা হয়না জানা
ভাসে অবিরল
চলেছে চলেছে দেখ
ফানুসের ঢল।

চলা শেষে কেবা তারে
কোল দেবে বল
অজানার পথে চলে
ফানুসের ঢল।।




Every Time

Every time
You hide yourself from view
You cut me in two
Every time
You get up to go
My heart plunges low
Every time
You tell me to wait, to go slow
You deal a death blow
Every time
You limit my steps
I shrink at the prospect
I give you love
More and ever more
You make me wait at your door
In your arms it’s snug and warm
From your arms I’m ever torn
To live and die forlorn
Vault’s chill surrounds me so.

I’ve loved a hundred times
I’ve loved in hundred climes
I’ve loved by night and day
My loves all strayed away.
I couldn’t go my way
I fretted and I cried
Till my eyes ran dry
And I became a ghost

Living way beyond my post.

অনেক হল ঢলাঢলি

অনেক খানি হয়ে গেছে ঢলাঢলি
তোমার আমার
এবার নাহয় সময় এল
একটু থামার।
বিজন ঘরে একলা রাতে
মন কে বলি
গাস নে রে আর সুরহারা তোর
গানের কলি
মন মানে না, তাকিয়ে থাকে
অবাক চোখে
এমন ক্তহা বলছ তুমি?
না বলছে লোকে?
কি এসে যায় ওদের কথায়
শুকন বুলি
প্রতি রাতে একলা থাকার
জ্বালায় জ্বলি
তাই তো ভাবি থামাই এবার
ঢলাঢলি।।

Killer Jokes

It’s just a joke, you know
No harm meant
Why do you take it seriously?
You are being a kill-joy
A douche bag, no humor
You call out, you analyze
You rip jokes apart
Come now, have a heart
Enjoy your fun time
These words are no crime
They can’t rape, burn or kill
They’ll dissolve and go
And we’ll turn around
And say, “Told you so”.

They’ll stay, they’ll stay
They’ll never go away
Grow in minds, in hearts
They’ll break and make blind
They’ll build rage and unbind
Like bullets never recalled
Like feathers that far away fall
They’ll grow and spread
As you sleep in your be
Not knowing you are the cause
Not knowing you started it all
And you’ll wake up to say
I didn’t mean it that way.

Sleepless

Sleep walks out in a huff
Wide-eyed I stare at ceiling
Thoughts mill, like unexpected guests
My hapless mind flounders
Toss and turn, toss and turn
Night hours stretch ahead
I wait and wait
For fresh lit dawn.
Dreams flee from eye
Like thieves on the run
Fears and tears
Tiptoe along
Dogging footsteps
A hapless mind surrenders.
Toss and turn, toss and turn
Night hours stretch ahead
I’m waiting and waiting

For a fresh lit dawn.

Fancy Weeps

I hold your head 
close to my breast
Rocked in arms you sleep
I know, I know fancy’s on show
Remembered warmth I seek.
Far away in other bed
You’ve turned your head
Your frame relaxed deep
I’ll close my eyes
And with a sigh

Permit my fancy to weep.

Promises

Promises unfulfilled
Like packages undelivered
Expected, not experienced
A dent in a body called trust.

Promises unfulfilled
Like food uneaten
Feast for plate, not palate
A cut in a body called hope.

Delight for eyes
Yearning for soul
Vision of heaven

Misery untold.
দিনে রাতে হাত বাড়াব
উষ্ণ বুকে মুখ লুকাব
এই টুকু মর আশা
পাজামা আর সায়ার দড়ি
করবে ঘরে জড়াজড়ি
মনে এই তিয়াশা
যে দিন আমার হবে জানা
তোমার আমার এক ঠিকানা
মিটবে পিপাসা।।

আমায় ভেবে ঘুম ভাঙে তার
আমায়ঘিরে দিন কাটে
ওর ভুবন জুড়ে আছি ঘিরে
প্রভাত সূর্য, চন্দ্র রাতে।
শুনলে কথা হৃদয় ভরে
জানলে পরে পুলক জাগে
তবু আমার মন পড়ে রয়

আঁধার ঘেরা এক জগতে।।

The Wait

I am waiting for silence
to break into my song
to let me know
It’s no fault to let go
I am waiting for a desert
To creep into my greens
 To teach me clear

It’s no fault to arid grow.
I am waiting for sleep
into my bed to creep
to let me know
it's no fault to go slow.