Wednesday, November 8, 2017

জানা বোঝা

জেনেছি
পাব না বেশি দিন
জেনেছি
রবে না বেশি ক্ষণ
বুঝেছি
হবে না সে আমার
বুঝেছি
হারাবে বারে বার
মানি সে
দামী না, অতি দামী
যতনে
পরানে রাখি আমি
ছেড়েছি
পাশে থাকার আশা
ভুলেছি
কাছে বাঁধার ভাষা
করেছি
জীবনে মরণ পণ
করেছি
নিজেরে বিসর্জন।।

No comments:

Post a Comment