Wednesday, November 8, 2017

দিনে রাতে হাত বাড়াব
উষ্ণ বুকে মুখ লুকাব
এই টুকু মর আশা
পাজামা আর সায়ার দড়ি
করবে ঘরে জড়াজড়ি
মনে এই তিয়াশা
যে দিন আমার হবে জানা
তোমার আমার এক ঠিকানা
মিটবে পিপাসা।।

No comments:

Post a Comment