Wednesday, November 8, 2017

একচোখোমি

ভগবান এক আছেন বসে
হর্তা কর্তা বিধাতা
শুনে রাখো শোনাই তোমায়ে
একচোখোমির কথা।

করছে যারা হিংসে
করছে যারা ধ্বংস
তারা বেড়ায় বুক চিতিয়ে
ছড়িয়ে আতঙ্ক
তাদের ঘরে রোশনাই
ঝড়ে হাসি আনন্দ।

যারা তোমার কথা মানে
চলে তোমার পথে
তুমি তাদের দেখ না
তুমি তাদের মারো
ধুঁকছে, না মরছে
ভাব না একবারও।

এই কি তোমার বিচার
এই কি তোমার মর্জি
বুঝি না ছাই রকম সকম
জানাই বৃথা আর্জি।।


No comments:

Post a Comment