Wednesday, November 8, 2017

আমায় ভেবে ঘুম ভাঙে তার
আমায়ঘিরে দিন কাটে
ওর ভুবন জুড়ে আছি ঘিরে
প্রভাত সূর্য, চন্দ্র রাতে।
শুনলে কথা হৃদয় ভরে
জানলে পরে পুলক জাগে
তবু আমার মন পড়ে রয়

আঁধার ঘেরা এক জগতে।।

No comments:

Post a Comment