Monday, November 27, 2017

বাসে চড়া

গাড়ি ছুটেছে
পাগলা ঘোড়া
ঝন ঝন ঝন
লাগাম ছাড়া
কাটছে বাতাস
কাঁচির ধারে
এই বুঝি কেউ
ঘাড়ে পড়ে
সামাল সামাল
ধরছি কোষে
আসন খানি
না যায় খোশে
দুলছি কেবল
ে পাশ ও পাশ
অনেক দিনের
অনভ্যাস...

No comments:

Post a Comment