Monday, November 27, 2017

সাধারন মেয়ে

আমি এক সাধারন মেয়ে
অবিরল পথ চলি 
রাজপথ কানাগলি
হেসে কেঁদে নানা গান গেয়ে।

জানো নি আমার পরিচয়
সাদা মাটা চলাফেরা
চেনাজানা কাজে ঘেরা
ভাব তাই মরি আমি ভয়ে।

আছে মোর মনেতে সাহস
আপনারে লুকাইয়ে
কুঁড়িটাকে না ফুটিয়ে
বাহিরেতে পেতেছি আসর।

কত শত আশা বাঁধি বুকে
গপন কুঠুরি মাঝে
সাজাই সতেক সাজে
শুধু তারে আনি নাই মুখে।। 

No comments:

Post a Comment