প্রেম কভু বলেনা মাথা নিচু করো
আপন পথটিত ছেড়ে কাঁটা পথ ধর।
প্রেম কভু কাড়ে না মুখের হাসি
এক দিন হাত ধরে বলে না আসি।
প্রেম কভু ভলে না প্রেমের ব্যাথা
অপমানে ফেলে না প্রানের কথা।
প্রেম শুধু মনে জানে জগত অসাড়
তুলে নেয়ে প্রেমিকের কষ্টের ভার।
যে প্রেম তা পারেনে সে নয়ে আপন
দূর থেকে নমি তারে না করে বরণ।।
আপন পথটিত ছেড়ে কাঁটা পথ ধর।
প্রেম কভু কাড়ে না মুখের হাসি
এক দিন হাত ধরে বলে না আসি।
প্রেম কভু ভলে না প্রেমের ব্যাথা
অপমানে ফেলে না প্রানের কথা।
প্রেম শুধু মনে জানে জগত অসাড়
তুলে নেয়ে প্রেমিকের কষ্টের ভার।
যে প্রেম তা পারেনে সে নয়ে আপন
দূর থেকে নমি তারে না করে বরণ।।
No comments:
Post a Comment