Monday, November 27, 2017

প্রেমের ধরণ

প্রেম কভু বলেনা মাথা নিচু করো
আপন পথটিত ছেড়ে কাঁটা পথ ধর।

প্রেম কভু কাড়ে না মুখের হাসি
এক দিন হাত ধরে বলে না আসি।

প্রেম কভু ভলে না প্রেমের ব্যাথা
অপমানে ফেলে না প্রানের কথা।

প্রেম শুধু মনে জানে জগত অসাড়
তুলে নেয়ে প্রেমিকের কষ্টের ভার।

যে প্রেম তা পারেনে সে নয়ে আপন
দূর থেকে নমি তারে না করে বরণ।।

No comments:

Post a Comment