অনেক খানি হয়ে গেছে ঢলাঢলি
তোমার আমার
এবার নাহয় সময়
এল
একটু থামার।
বিজন ঘরে একলা
রাতে
মন কে বলি
গাস নে রে আর
সুরহারা তোর
গানের কলি
মন মানে না, তাকিয়ে
থাকে
অবাক চোখে
এমন ক্তহা বলছ
তুমি?
না বলছে লোকে?
কি এসে যায়
ওদের কথায়
শুকন বুলি
প্রতি রাতে একলা
থাকার
জ্বালায় জ্বলি
তাই তো ভাবি
থামাই এবার
ঢলাঢলি।।
No comments:
Post a Comment