আকাশেতে ভাসে ওরা
ফানুসের ঢল
চেয়ে চেয়ে দেখে যত
কচিকাঁচা দল
ওই ওরা উড়ে চলে
করে টলমল
থরে থরে চলে দেখ
ফানুসের ঢল।
কেন যায় জানা নেই
শুধু চলাচল
ভেসে চলে অবহেলে
ফানুসের ঢল
ঠিকানা হয়না জানা
ভাসে অবিরল
চলেছে চলেছে দেখ
ফানুসের ঢল।
চলা শেষে কেবা তারে
কোল দেবে বল
অজানার পথে চলে
ফানুসের ঢল।।
ফানুসের ঢল
চেয়ে চেয়ে দেখে যত
কচিকাঁচা দল
ওই ওরা উড়ে চলে
করে টলমল
থরে থরে চলে দেখ
ফানুসের ঢল।
কেন যায় জানা নেই
শুধু চলাচল
ভেসে চলে অবহেলে
ফানুসের ঢল
ঠিকানা হয়না জানা
ভাসে অবিরল
চলেছে চলেছে দেখ
ফানুসের ঢল।
চলা শেষে কেবা তারে
কোল দেবে বল
অজানার পথে চলে
ফানুসের ঢল।।
No comments:
Post a Comment