Monday, November 27, 2017

ডুবন্ত তরী

ভব সাগরে ডুবছে তরী খান
কোন অতলে তলিয়ে যায় প্রাণ
সাধের বাঁধন ছিঁড়ল বুঝি
যেমনি ডুবল তরিখান
আহা ননা জল ে হারাল ওই
দুটি প্রেমে ভরা প্রাণ।

সকাল হলে বইবে পূবের হওয়া
ঘরে ঘরে চলবে চাওয়া পাওয়া
ডোবা তরী উঠবে না আর ভেসে
দুটির ঠাঁই হবে ভিন দেশে
ছুকে গিয়ে প্রেমের অভিমান
হিমেল ঘরে পাবে তারা স্থান।।

No comments:

Post a Comment