Sunday, December 11, 2022

ভাল থাকা

 ঘরের কোনে ভাল থাকি

দিন যাপনের নামতা পড়ি

স্মৃতির ভাঁড়ার হাতড়ে চলি

নিজের সাথে কথা বলি

ভাবনা আসে আপন মনে

মিলায় আবার আকাশ কোনে

প্রহর কাটে, কাটে বেলা

চাহিদাদের ফুরায় খেলা

যাত্রা আছে, নেই ঠিকানা

মনে মনে মন কে জানা

ডাইনে বাঁয়ে সামনে পিছে

ছুটি কেন মিছে মিছে

থাক না তোরা বাস্ত কাজে

আমার জগত আমার মাঝে।।


Wednesday, November 30, 2022

তুমি ও আমি

 জোর করে ধরে রাখায়ে আমার স্পৃহা নেই

ভাল করে জান তুমি

যদি চলে যেতে চাও, চলে যাও

নিজেকে সামলে নেব আমি।


আদায় করা আমার নিতি নয়

ভাল করে বোঝ তুমি

যদি দিতে না চাও, নাই বা দাও

নিজেকে বুঝিয়ে নেব আমি।


ভালবাসায় হিসাব কসিনি আমি

অজানা না তা তোমার

যদি ছক মিলিয়ে ভালবাস, তাই কর

নিজেকে ভুলিয়ে নেব আমি।


আলোর অপর পারে আঁধার আছে

কায়ার সাথে হাঁটে ছায়া

যদি দুই জগতে চলতে চাও, তাই কর

নিজের জাগত গড়ে নেব আমি।।

Monday, November 28, 2022

চল মন

 চল মন বেড়াতে যাই

ঘরে বসে থাকা হল বালাই

চল তবে বেড়াতে যাই

খাঁচা খানা ছেড়ে দিয়ে

ভাঙা ডানা ছোটফটিয়ে 

কোনোমতে উড়ে গিয়ে

নতুন একটা আকাশ পাই

চল চল বেড়াতে যাই

 

শেখান বুলি আওড়িয়ে

দাঁড়ে বসে দিন কাটিয়ে

কি ছাই রতন পেলি

মিছে কেন অন্তর খোয়াই

চল তবে বেড়াতে যাই

ঘর ছেড়ে চল পালাই।। 

প্রেমের উত্তরণ

 প্রেম এল উত্তাল তরঙ্গ

বাঁধ ভাঙ্গা প্লাবনে

খড় কুটো জীবন ভসিয়ে 

অসহায় আলিঙ্গনে পাড়ি দেয়

অজানাসাগর

 

ওঠা পড়া, ঘাত প্রতিঘাত

উচ্ছ্বাস, উন্মাদনা, পরিতৃপ্তি

বেদনা, হতাশা, অশ্রু 

পেরিয়ে হৃদয় ভঙ্গ

মধুর -কঠিন সে পথ চলা


অপেক্ষার দীপ শিখা জ্বেলে

আঁখি মেলে রাখা নিশফল 

আশাহত আশা পার করা 

নিরাশার ঘেরা টোপে

প্রেম ডোবে অতলে


সাগর কাড়ে, সাগর ই ফেরায়

প্রেমিকের নব জন্ম

নির্মল ভালবাসা হয়ে

মোহ মুক্ত, আশঁসন বিহীন

তুমি আছ, আমি আছি

বিরাট উন্মুক্ত অখিল।।


Saga of Humankind

 Free at birth, chained through life

After Death out in unknown wild

In between mine fields laid

Each step a threat, a throw of dice

Desperate efforts

Assigning meaning to meaningless

And all the while round on round

Aggrandize, annihilate, circumscribe

Minions posing as Titans

Specks of duat mistaken as mountains

Drops masquerade as oceans

Islands in solitary confinement.


Wednesday, November 16, 2022

৭০ এল

 আরও একটু এগিয়ে গেলাম

আর এক দশক এল

নতুন করে দেখি আবার

কি আছে আর দেখা

ইচ্ছে এবার বলছে ডেকে

আবার পাল্টে যা

গতে বাঁধা ইঁদুর দৌড় 

আর না, আর না।

পা ছড়িয়ে দুপুর রোদে

মনের সুত ছাড়ি

যাক সে সুদুর ভেসে

বছর গুলো ঘুরুক ফিরুক

যখন তখন গল্প লিখুক

পাঠক জনের হলে অভাব

নেই পরোয়া কিছু

ছুটতে আর হবে না

নামের পিছু পিছু

আছে অনেক জানার, বোঝার

দু চোখ মেলে থাকি

দুরের ডাক আসে যদি

দুয়ার খলা রাখি।।

 

আবল তাবল

মুখ রাখো ঢেকে 

চোখে যখন ঠুলি পরা 

কি হবে ছাই দেখে

আকাশ, ঘাস, রাস্তা, বাড়ি

সবই আছে ঠিক

মন টা হল গোলমেলে

করে টিকটিক

দাঁড়া, এবার ধমক খাবি

বুঝবি তখন মজা

কথায় কথায় বিগড়ে  যাবার

এটাই সঠিক সাজা ।


কি হয়েছে বলি

সকাল সকাল উঠে দেখি

মুখটা তোল হাঁড়ী 

মনের ডানা কাটা

যতই তারে ঝাপটাই

উড়ার উপায় নেই

দূরত্ব মেপে রাখি

হয় না কথাউ যাওয়া

বলছি কথা শোন

মনটা আজ বড়ই খারাপ

যতই খুঁজতে যাই

কারণ খুঞ্জে পাই না। 



Tuesday, November 8, 2022

মনের কুহক

 ও যদি চলে যায়, পিছু ডেক না 

অহেতুক আশা করে বসে থেকো না 


সোহাগের সময় সে যতই মধুর

কাল তারে ক্ষয় করে, যায় সে সুদুর 


নদীর স্রোত কে মিছে বেঁধে রেখ না

ঝরে যাওয়া ফুল দিয়ে মালা গেঁথো না


দিন আসে দিন যায় মানে না বাধা

কার হাতে ডোর ধরা মনে সে ধাঁধা


নীড় ছাড় উড়ে যাও পাখনা মেলা

শুরু হলে শেষ আছে, এটাই খেলা


ক্ষণিকের ভালবাসা, ক্ষণিকের জয়

মনের কুহক তারে ভাবে মধুময়।।

জটিল প্রশ্ন

 হয়ত তোমায় দেখলে চিনব না 

বলে বসব - আপনি কে? 

তুমি তখন অবাক হবে ভারি 

ডেকে ডেকে বলবে - আমি ! আমি!

মনে ভাবব - আমি তো সকলেই 

এই আমি কোন আমি না জানি 

মেনে না হয় নিলাম তুমিও কোন আমি

আমি এবার কি কড়ি তা জেনে? 

অচেনা এই চেনা মানুষ টি কে 

বসাব কি আমার ঘরে এনে? 

জটিল প্রশ্ন, জটিলতর ধাঁধা

আকাশ পাতাল ভাবি, জবাব আসে আধা।।

সোজা কথা

ওর বাপু মেলা কাম, ফুরসাত নেই 

বার বার ডাক কেন বুঝি না ছাই 

বাড়ি আছে, ঘর আছে, আছে নানা কাজ 

তার মাঝে ডাকা ডাকি নেই কোন লাজ 

হুট হাট হাঁকা হাঁকি করা কি যায়? 

তোমাদের দেশে বুঝি এমন টা হয়?

এইখানে নিয়মে বাঁধা রাত  দিন

 শাশনের কড়া কড়ি, জেনে রাখ ক্লিন 

সেই বুঝে যদি চল পাবে ভাল ফল 

দিন শেষে দুটি কথা, কদাচিৎ কল 

পার যদি তাই নিয়ে থাক তুমি খুশ

না পার তো উড়ে যাও, হুস হুস হুস

বাড়াবাড়ি করলেই কেটে দেব তার

কোন ভাবে জগাজগ হবে না কো আর।। 


Tuesday, October 18, 2022

ও সই

 ও সই, তুই চললি কোথা

যমুনা তো বহু দূর

মিছেই তুই ভাবিস সেথা

কানু আজও বাজায় সুর

ভুলে যা সে সব কোথা

মনে কর না গল্প গাথা

তার চেয়ে চল দুই জনাতে

উঠি আবার খেলায় মেতে

সাজাই আর এক পুতুল ঘর

ভাসাই ভেলা মেঘের ওপর

আকাশ জোড়া বাসা বেঁধে

না পাওয়াদের দূরে রেখে

চল চলে যাই অচিন পুর।


বন্ধু কে চিঠি

অনেক দিন পর চিঠি লিখছি আবার

সেই যে চলে গেলে সে দিন

ভাবিনি তো এমন হবে

তাই কেমন হারিয়ে গেলাম

এতো দিনে ফিরে এলাম 

আজ বলছি, সত্যি করে

আমি এখন ভাল আছি  

কাজ সামলে অঢেল সময়

পুরন সখ, নতুন শেখা

এক সাথে চলেছে তাই

বেশ লাগে, যখন প্রশংসা পাই

একা লাগা, কান্নাকাটি

যদি হোতোর নেই বালাই

পেছনে ফেলে চলেছে 

অন্য ভরের খোঁজে।

যেদিন পাব, জানাব তোমাকে

চিঠি লিখে

আজ আসি।

কার কি

 বলে বটে "জীবন মানে এগিয়ে চলা"

না হয় সেটাই সত্যি 

তবুও বলি, না যদি চলি

কার কি?

এক জায়েগায় দাঁড়িয়ে থেকে

কেবল যদি পা ঠুকি

কার কি?

যতই আমি এগিয়ে চলি

কিছু তো পিছনে ফেলি

সে পিছুটান কাঁধে নেওয়া

কম হয় তার ভার কি!

তাই তো বলি- কার কি?

মন যদি চায় চলতে, যাব

থামতে চাইলে, তাই নেব

পিচে মোড়া রাস্তা ছাড়া

আলের পথ ও যায় ধরা

চলুক খেলা থামা চলার

সেটা ভাল নয় কি?

জেতা ইচ্ছে বেছে নিয়ে

বলব হেসে- কার কি! 


Priorities

 It's strange, the way we prioritize

Heart over mind, or mind over heart

Or may be just keep them apart

Choose according to day and clime

Neither wrong, nor right

 Permutations, combinations, plain hind sight

Never whole, never complete

Leaving gaps, with crevices replete 

Longing for winter sun in rains

Comfort of hearths while speeding down lanes

There's a this or a that

 Why not a holistic goal

Of both at the same time

why let life run in straight lines

Mingle and mix, match and mismatch

Create new patterns with bits of patch.


The Reason I Write

 Why do I write each day?

To share my thoughts

To bring you back my way?

No, it's not as you think

There are other links 

Than assumptions you make

I know I have what it takes

To be my own roommate

To defy buffeting winds

To soar above thundering clouds

These musings are all my own

Self-directed, self-owned

A litany, perhaps, oft repeated

Teaching me the art

Of dealing with pain

No more, no less

Not to glorify, nor redress

Confessions of the soul

Coming to terms with new and old

Loves, losses, ardours, mundane

Rolled into words, de-stressing strain.


Monday, September 12, 2022

Prayer to Durga

 Mother, you come every year

Spreading light and joy

For a moment in time

Earthlings conceal 

Darkness of tormented hearts

Do you not see the ploy?

What tears hide behind thy smiling face

I wonder, as you see beyond the haze

Do you heave in silent fury

At perfidy of your children?

The lust, the greed, the pain

They inflict on each other

Devout lips chanting your praise

E'en as unholy hearts contemplate downfalls

You see it all

Your shining weapons unmoving

Held still in ominous restraint

Unleashed unexpectedly

cut short human pride

As on your lion you serenely ride.

Come. Mother.come

With thy terrifying rage

For demons gloat and preen

Assume infallible strength

Make them feel your spear

Pierce their ego filled minds

Leaving them prone 

At thy blessed feet

Realizing at length

Their Mother's infinite strength.

Rage on, Dear Mother, rage on

Deny us not thy fury

Docile Earth awaits redemption

At thy hands

Bring on Pralay, if thou will

And after the apocalypse

may a new dawn break

Wiser, kinder, more embracing.


Tuesday, September 6, 2022

দায় কার

 একটা প্রশ্ন মনে আসে 

দায় টা আসলে কার?

যে ভুলে থাকে

না যে ভুল থাকতে দেয় 

অন্যায় করা আর অন্যায় সহা

দুটোই জেন অপরাধ

অপূর্ণতার জ্বালা ঢেকে

সদা হাঁসি মুখ

নিজের সাথে করা

নিজেরই প্রবঞ্চনা 

দোষ তবে কার?

যে বোঝাতে পারে না

না যে বুঝতে অপারগ

প্রশ্ন টা উঠেই আসে মনে।।

The New Wasteland

 You made me wait too long

The Sun set, the Moon waned

One by one  stars dimmed

A flickering flame fails to withstand

Gust upon gust of wind and sand

There comes a time when land grows bare

No blade of grass survives there

Springs and Summers come and go

To Winter chills take a bow

Arid, infertile such land

A useless stretch

A New Wasteland.

ওরা ছিল না আপন

 যারা ভুলে গেল

যারা ছেড়ে গেল

যারা না বলে চলে গেল

তারা ছিল না আপন

যার জীবনের মোড় ঘুরে গেল

যার হাতে হাত রাখা থেমে গেল

সে যে কখন ছিল না আপন

যারা মাঝ পথ থেকে ফিরে গেল

যারা অনায়াসে দূরে ঠেলে গেল

যারা মন কেড়ে মন ভেঙ্গে গেল

তারা ছিল না আপন ছিল না।।

আশার ছলনা

 তুই কিসের আশায় বসে আছিস

ওরে মাতাল মন

থাকবি বসে একলা ঘরে

নেশা কাটবে যখন


যতই ভাবিস তুই মাথার মণি

তরকপালে জুটবে কেবল

বিষে ভরা ফণী 


বলছি তোকে বলছি 

মন দিয়ে শোন কথা

পথের ডাকে সাড়া দিয়ে

ভুলে যা তোর ব্যাথা 


আলো যদি নাই বা ফোটে

কেতে যাবে আঁধার

জীবন ভরের গ্লানি রাখার

পাবি নতুন আধার।।

Sunday, April 10, 2022

The Swimming Lesson

You ask me

When I learnt to swim

That stumped me

You ask me How

And I'm clueless now.

I remember well that day

Thrown into rough seas

Unprepared, scared

Buffeting waves swelled

They came to swallow me

Not knowing what I do

I thrashed and splashed

To keep head clear

To stay alive

And in a while

To my surprise

I swam.

 

 

 


The Me you See

 The me you see is not Me

I know in my heart it's not me

A veneer, a charade, a facade may be

Or a chameleon that changes

With every tree

But, for sure, it's not Me.

Now that you know

Could you please let e be

To search for, discover the true Me?

A woman I am, I understand

A daughter, wife, mother

Sister and friend, true

Yet each incomplete

Each a bit and piece of Me

There's more hidden

Submereged in unseen depths

Iceberg like, you see

When life's boat collides

Tries to drown Me

Then the not me Me

Floats to surface

Quick to the rescue

Pulls visible me 

Out of the sea

And thus it goes day in day out

The not me Me stands tall and proud

While in the darkness of the sea

The real Me struggles, cries in pain

Awaiting, awaiting, all in vain.

Monday, January 3, 2022

Dismissal

 You are dismissed, it's anorder

No longer permitted 

To occupy this space

Pack up, and go.

You want an explanation?

That's not done, you know

In your case, let me tell you

Decision has been taken

And that is just so.

Now accept and submit

That's all you've got to do.

Now Icome to know

Spaces I call mine

I never did own

Lived on borrowed land

A tenant at best

Or was it unwanted guest

Tolerated, till welcome ran out

Master holds the key

Supreme arbitrater who says

Come, or Go.