Tuesday, December 5, 2017

Today's the day

Today's the day
Take action
Make a statement
Decide on path to walk
Humdrum years
of passing the buck
of finding an excuse
of postponing inevitable
of fear and pretence
of hypocrisy and deceit
Touting as largeness of heart
your veneer of respectability
A cruel-kind hand
rips off that veil
cuts  layers of myth
Now walk the razor's edge
proud and dignified
To elements exposed.
Today's the day
To turn around
To win new ground
Start on a hurdle race
A hundred listless hours
of chattering and muttering
of keeping a distance
of denying ownership
Securing safe space
your othering of dangerous trends
A cruel hand
rips off the veil
cuts layers of myth
Now walk the talk
Take birth again
To new order awake.


Us

You say "Us"
to describe you and yours
to include and exclude
for every "us' has a "them"
Us means separate frames
living a common life
a togetherness
without likes and dislikes
an allegiance
beyond love and hate
 A word that joins and cements
A word that creates units
A word that others and excludes
draws a magic line
to hold in your and yours.


Monday, November 27, 2017

ডুবন্ত তরী

ভব সাগরে ডুবছে তরী খান
কোন অতলে তলিয়ে যায় প্রাণ
সাধের বাঁধন ছিঁড়ল বুঝি
যেমনি ডুবল তরিখান
আহা ননা জল ে হারাল ওই
দুটি প্রেমে ভরা প্রাণ।

সকাল হলে বইবে পূবের হওয়া
ঘরে ঘরে চলবে চাওয়া পাওয়া
ডোবা তরী উঠবে না আর ভেসে
দুটির ঠাঁই হবে ভিন দেশে
ছুকে গিয়ে প্রেমের অভিমান
হিমেল ঘরে পাবে তারা স্থান।।

বাসে চড়া

গাড়ি ছুটেছে
পাগলা ঘোড়া
ঝন ঝন ঝন
লাগাম ছাড়া
কাটছে বাতাস
কাঁচির ধারে
এই বুঝি কেউ
ঘাড়ে পড়ে
সামাল সামাল
ধরছি কোষে
আসন খানি
না যায় খোশে
দুলছি কেবল
ে পাশ ও পাশ
অনেক দিনের
অনভ্যাস...

সাধারন মেয়ে

আমি এক সাধারন মেয়ে
অবিরল পথ চলি 
রাজপথ কানাগলি
হেসে কেঁদে নানা গান গেয়ে।

জানো নি আমার পরিচয়
সাদা মাটা চলাফেরা
চেনাজানা কাজে ঘেরা
ভাব তাই মরি আমি ভয়ে।

আছে মোর মনেতে সাহস
আপনারে লুকাইয়ে
কুঁড়িটাকে না ফুটিয়ে
বাহিরেতে পেতেছি আসর।

কত শত আশা বাঁধি বুকে
গপন কুঠুরি মাঝে
সাজাই সতেক সাজে
শুধু তারে আনি নাই মুখে।। 

প্রেমের ধরণ

প্রেম কভু বলেনা মাথা নিচু করো
আপন পথটিত ছেড়ে কাঁটা পথ ধর।

প্রেম কভু কাড়ে না মুখের হাসি
এক দিন হাত ধরে বলে না আসি।

প্রেম কভু ভলে না প্রেমের ব্যাথা
অপমানে ফেলে না প্রানের কথা।

প্রেম শুধু মনে জানে জগত অসাড়
তুলে নেয়ে প্রেমিকের কষ্টের ভার।

যে প্রেম তা পারেনে সে নয়ে আপন
দূর থেকে নমি তারে না করে বরণ।।

Monday, November 13, 2017

Dear Mother As You Depart

Do I bid goodbye, Dear Mother
Yes, in outer part
Do I bid goodbye, Dear Mother
No, no in my heart.
For you bore me and bred me
With love or with hate
You saw me in many states
Your presence moulded me
In the past, and of late
In veins run your blood and mine
Deny that truth, and I'll be lying
Wherever you go, to whatever clime
As mother and child together we shine.

To A Love Gone Sour

I can live my life without your tenderness
My desert days can sprout new leaves afresh
Without your tenderness.

I can keep my smile without your closeness
My fractured soul can heal with own caress
Without your closeness

I can join the heart you have cut in two
New ventures take, make them act as glue
Repair my heart cut in two

One day you will come back to find
I have left your bleeding path behind
You will come back to find

Coz empty spaces can never empty stay
They realign to stop disarray
They never empty stay

So, sleep on, sleep on for all your days
My life will find its path, find a way
Sleep on all your days

My heart may ache, a part of me shut down
In circus of this world, I'll still be clown
In smiles, my tears drown

Erstwhile love once held close to heart and sweet
Now turned sour as grapes out of reach
I have learnt lessons they teach.


Wednesday, November 8, 2017

একচোখোমি

ভগবান এক আছেন বসে
হর্তা কর্তা বিধাতা
শুনে রাখো শোনাই তোমায়ে
একচোখোমির কথা।

করছে যারা হিংসে
করছে যারা ধ্বংস
তারা বেড়ায় বুক চিতিয়ে
ছড়িয়ে আতঙ্ক
তাদের ঘরে রোশনাই
ঝড়ে হাসি আনন্দ।

যারা তোমার কথা মানে
চলে তোমার পথে
তুমি তাদের দেখ না
তুমি তাদের মারো
ধুঁকছে, না মরছে
ভাব না একবারও।

এই কি তোমার বিচার
এই কি তোমার মর্জি
বুঝি না ছাই রকম সকম
জানাই বৃথা আর্জি।।


জানা বোঝা

জেনেছি
পাব না বেশি দিন
জেনেছি
রবে না বেশি ক্ষণ
বুঝেছি
হবে না সে আমার
বুঝেছি
হারাবে বারে বার
মানি সে
দামী না, অতি দামী
যতনে
পরানে রাখি আমি
ছেড়েছি
পাশে থাকার আশা
ভুলেছি
কাছে বাঁধার ভাষা
করেছি
জীবনে মরণ পণ
করেছি
নিজেরে বিসর্জন।।

Without You

I've learnt to smile
                      without you
To run for miles
                       without you
My horizon's wide
                       without you
My living finds grace
                       without you
I was wrong when I thought
Without you I am lost
My heart's in its place
                        without you
My soul finds space
                        without you
Tomorrow I'll know
Where else I can go
How far I can grow
                       without you.

ফানুশ

আকাশেতে ভাসে ওরা
ফানুসের ঢল
চেয়ে চেয়ে দেখে যত
কচিকাঁচা দল
ওই ওরা উড়ে চলে
করে টলমল
থরে থরে চলে দেখ
ফানুসের ঢল।

কেন যায় জানা নেই
শুধু চলাচল
ভেসে চলে অবহেলে
ফানুসের ঢল
ঠিকানা হয়না জানা
ভাসে অবিরল
চলেছে চলেছে দেখ
ফানুসের ঢল।

চলা শেষে কেবা তারে
কোল দেবে বল
অজানার পথে চলে
ফানুসের ঢল।।




Every Time

Every time
You hide yourself from view
You cut me in two
Every time
You get up to go
My heart plunges low
Every time
You tell me to wait, to go slow
You deal a death blow
Every time
You limit my steps
I shrink at the prospect
I give you love
More and ever more
You make me wait at your door
In your arms it’s snug and warm
From your arms I’m ever torn
To live and die forlorn
Vault’s chill surrounds me so.

I’ve loved a hundred times
I’ve loved in hundred climes
I’ve loved by night and day
My loves all strayed away.
I couldn’t go my way
I fretted and I cried
Till my eyes ran dry
And I became a ghost

Living way beyond my post.

অনেক হল ঢলাঢলি

অনেক খানি হয়ে গেছে ঢলাঢলি
তোমার আমার
এবার নাহয় সময় এল
একটু থামার।
বিজন ঘরে একলা রাতে
মন কে বলি
গাস নে রে আর সুরহারা তোর
গানের কলি
মন মানে না, তাকিয়ে থাকে
অবাক চোখে
এমন ক্তহা বলছ তুমি?
না বলছে লোকে?
কি এসে যায় ওদের কথায়
শুকন বুলি
প্রতি রাতে একলা থাকার
জ্বালায় জ্বলি
তাই তো ভাবি থামাই এবার
ঢলাঢলি।।

Killer Jokes

It’s just a joke, you know
No harm meant
Why do you take it seriously?
You are being a kill-joy
A douche bag, no humor
You call out, you analyze
You rip jokes apart
Come now, have a heart
Enjoy your fun time
These words are no crime
They can’t rape, burn or kill
They’ll dissolve and go
And we’ll turn around
And say, “Told you so”.

They’ll stay, they’ll stay
They’ll never go away
Grow in minds, in hearts
They’ll break and make blind
They’ll build rage and unbind
Like bullets never recalled
Like feathers that far away fall
They’ll grow and spread
As you sleep in your be
Not knowing you are the cause
Not knowing you started it all
And you’ll wake up to say
I didn’t mean it that way.

Sleepless

Sleep walks out in a huff
Wide-eyed I stare at ceiling
Thoughts mill, like unexpected guests
My hapless mind flounders
Toss and turn, toss and turn
Night hours stretch ahead
I wait and wait
For fresh lit dawn.
Dreams flee from eye
Like thieves on the run
Fears and tears
Tiptoe along
Dogging footsteps
A hapless mind surrenders.
Toss and turn, toss and turn
Night hours stretch ahead
I’m waiting and waiting

For a fresh lit dawn.

Fancy Weeps

I hold your head 
close to my breast
Rocked in arms you sleep
I know, I know fancy’s on show
Remembered warmth I seek.
Far away in other bed
You’ve turned your head
Your frame relaxed deep
I’ll close my eyes
And with a sigh

Permit my fancy to weep.

Promises

Promises unfulfilled
Like packages undelivered
Expected, not experienced
A dent in a body called trust.

Promises unfulfilled
Like food uneaten
Feast for plate, not palate
A cut in a body called hope.

Delight for eyes
Yearning for soul
Vision of heaven

Misery untold.
দিনে রাতে হাত বাড়াব
উষ্ণ বুকে মুখ লুকাব
এই টুকু মর আশা
পাজামা আর সায়ার দড়ি
করবে ঘরে জড়াজড়ি
মনে এই তিয়াশা
যে দিন আমার হবে জানা
তোমার আমার এক ঠিকানা
মিটবে পিপাসা।।

আমায় ভেবে ঘুম ভাঙে তার
আমায়ঘিরে দিন কাটে
ওর ভুবন জুড়ে আছি ঘিরে
প্রভাত সূর্য, চন্দ্র রাতে।
শুনলে কথা হৃদয় ভরে
জানলে পরে পুলক জাগে
তবু আমার মন পড়ে রয়

আঁধার ঘেরা এক জগতে।।

The Wait

I am waiting for silence
to break into my song
to let me know
It’s no fault to let go
I am waiting for a desert
To creep into my greens
 To teach me clear

It’s no fault to arid grow.
I am waiting for sleep
into my bed to creep
to let me know
it's no fault to go slow.

Tuesday, October 24, 2017

কাজ নেই

কাজ নেই
চল বসে তাশ খেলি
গুন গুন গেয়ে ফেলি 
দুই কলি

কাজ নেই
এল মেল চিন্তার হাতছানি
কেন হাসা কেন কাঁদা
কি জানি

কাজ নেই
কোন দিকে যাই চলে
গোল বাধে রোজ রোজ
তাই মনে

কাজ নেই্ম
আছি তাই আনমনে
শীত টা ও পরেছি যে
কনকনে

কাজ নেই
চলে গেছে গরমের লেশ খানি
হাত পাখা তবু আমি
রোজ টানি।

Monday, October 23, 2017

Invisible

Don't see tears as they flow
They are too meager for you to know
They're Summer rain that bring no gain
Evening light and it's temporary glow.

Don't see smiles as they fly
Ephemeral as clouds in skies
Falling to ground as droplets around
To sink into depth without a sigh.

Don't see hearts when they bleed
As you meander in meadow and mead
Hide that pain in shadows and lanes
While bright sunlight supersedes.

Close your eyes and close your worlds
There is no time, you're in a whirl
Like a well wound cloak go tick tick
Unstrung each precious pearl.

The Great Betrayal

Cassius, Casca ,Metellus, Decius
Their knives plunge deep
They draw blood
Yet Caesar stands unfazed.
An inner strength
A bent of mind
Steady, Caesar's gaze.
Resolute that stance
Full blooded that roar
"One swipe from me
You'll bleat no more."
On their faces cunning smiles
They've read that royal mind
Brutus closes in from behind
To strike a fatal blow
No blood flows
A river of pain
A silent scream
Unrestrained
"Why, Dear One?
Why do You strike?
What did I do
That was not right?
Caesar's frame falters and falls
Undone by cruelest blow of all.



In Her Ivory Tower

Lonesome, she waits in her ivory tower
Moments stretch out into hours
Days turn to night, nights into days
Eyes grow dim,hair grows gray
Heartbeats measure passage of time
Rain, summer, winter, comes every clime

Far, far away in her true love's home
Merry bells ring, seeds are sown
There days are warm, nights are gay
All through the year the month is May
Somewhere in mind a faint bell rings
An old old tune that heart does sing.

One day he'll come; one day he'll smile
Sit and wait, sit and wait awhile.

Over the Hill Song

Sixty summers past     over the hill
Sliding down fast         awaiting chills
Each day a celebration   cause to enjoy
Life's unburdened          like a favorite toy
Memories of past          held as clicks
Time winding down       as the clock ticks
New lessons to learn     every day
New ventures to turn     with no pay
Tomorrow's too far       may not come
Yesterday's lost             like old rum
Dance to right tunes       to get away
Stick to gloom              you'll hardly stay.

Friday, October 13, 2017

মুকুট বিহীন

সে দিন আমার পূর্ণিমা রাত
জোছনা মাখা মন
সে দিন আমি বেদুইন
জিতেছি ভুবন।

সে দিন আমি ঝলসে উঠা
বিদুত্ শিখা
সে দিন আমরা হাতের মুঠোয়
আমার মরিচিকা।

সে দিন আমি মুকুট বিহীন
রাজরাজেশ্বরী
সে দিন আমি প্রেম সাগরে
ভাসিয়েছি তরী।

আঁধার হল পূর্ণিমা রাত
হারাল জোছনা
ঘর ছাড়া বেদুইন
পেল না ঠিকানা।

একটি ঝলক আলোর শেষে
কাল অমানিশা
মরিচিকা হারা আমি
হারিয়ে ফেলি দিশা।

এমন ধারা মুকুট বিহীন
রাজরাজেশ্বরী
এমন ধারা প্রেম সাগরে
ভাসিয়েছি তরী।

Monday, October 2, 2017

অকারণ

কি হল মন দিয়ে নিয়ে
এক পেয়ালা সুধার খোঁজে
সাগর ভরা গরল ছেঁচে
এক মুঠো সুখের খোঁজে
হাহাকারের জীবন বেঁচে
দিনে রাতে মন বেঁধে
হাসির মুখোশ পরে ঘুরে
এই হল মন দিয়ে নিয়ে।
ভাল ছিল অপূর্ণতা
ভাল ছিল বদ্ধ কথা
ছিল শিকল, ছিল আগল
ছিল না অন্ধ ব্যথা।

Monday, September 25, 2017

কাটাকুটি খেলা

এই দেখ সুত কাটা ঘুডি
বাতাসেতে টান মারে
বলি উড়ি উড়ি
থেমে গেলে অহেতুক
মুখ গুঁজে পড়ি
ওরে আমি সুত কাটা ঘুড়ি।

এই দেখ শাওলার দল
ভেসে  চলি দেশে দেশে
ভুলে কোলাহল
কে বা তাকে টানে বুকে
বল তোরা বল
ওরে মোরা শাওলার দল।

এই দেখ এক মুঠি ধুলি
পথ জুড় পড়ে থাকা
করি না তো ছল
গায়ে পায়ে লেগে গেলে
শুনি ধুয়ে ফেলি
ওরে আমি এক মুঠি ধুলি।

এই দেখ নীড় ভাঙা পাখী
ডালে ডালে গিয়ে বসি
মেলে না তো ঠাঁই
অকারণ ঘুরে মরি
করি ডাকাডাকি
ওরে আমি নীড় ভাঙা পাখী।।



Monday, September 4, 2017

কাজ নেই

কাজ নেই

চল বসে তাশ খেলি
গুন গুন গেয়ে ফেলি
দুই কলি।

এলো মেল চিন্তার হাতছানি
কেন ভাবা, কেন হাসা
কি বা জানি।

গোল বাধে রোজ রোজ
তাই মনে
শীত টা পড়েছিলো কনকনে

প্যাচ পেচে দুপুর টা
মনে করে
হাত পাখা আমি টানি।

Price of Indifference

The World's on fire
That's no reason to fret
We'll play our games
Without regrets
Games of pretense
Games of joy
Games that help forget
Used as a ploy.
There's pain around
And hopelessness
Nero, they say, fiddled away
As his Rome burned
We will go a step ahead
Keep in our heads
Fires burn others
To us, there's no threat
And when the giant
Reaches our door
We'll scream, we'll call out
Till we are no more
But others will go on
Playing their games
Staying a safe distance
From those flames.

Draupadi: Shame redefined

Shame is in mind
A political construct
Devised to consume
Devised to control
Brutality, torture, rape
My fear gives you power
My shame marks your victory
Unclothe me-you can
I alone reclothe self
Stand before this mangled body
As I howl my defiance
Your weapons too weak
To cut through
Your power shattered
When I shed shame
now fear your handicraft
Look on and shudder
Victim turns Victor. 

Evergreen Leaves

O leaves of evergreen tree
You do not fall
You do not fade
forever standing
Like sentries at gates
Smiling by morn
Smiling at night
in your greenery
The world delights
you take no rest
Though you grow old
Your colourful lives
Busy yet cold
On other trees
leaves fall and regrow
You stand and you stand
Nowhere to go.
Burnt in sun
Drenched in rain
Swaying and bowing
To winds of change
You leap and grow
From strength to strength.
O leaves of evergreen tree
Enter my heart and make me thee.

পথ বদল

যে ঘাটেতে ভিড়ল তরী
সেথা নাই আনাগোনা
একলা মাঝি বসে আছি
লয়ে শূন্য তরীখানা
প্রহর কাটাই আশে আশে
ওই বুঝি কেউ ঘাটে আসে
এলে কি আর হবে তাদের
কথা বলা শোনা?
ওরা যাবে চলে আপন কুলে
আবার চলবে প্রহর গোনা।
থাক তবে এই বিকল তরী
চলার পথ এবার ধরি
ঠিকানা না পাই যদি
হবে পথে তে পথ চেনা
হবে নতুন দিশা জানা।।

Wednesday, August 23, 2017

জাগো দুর্গা

দুর্গা তুমি আসুর দলনকারিণী
মরতে চলে তোমার পূজা
তবে তুমি আজ্ঞা পালিনী
পুরুশ তোমায় যোদ্ধা সাজায়
দিয়ে দশাতে দশ অস্ত্র
তাই না নিয়ে যুদ্ধ করো
কারে করো তস্ত্র
মারছ যারে রণ রোষে
সে নয়ে স্বারগহারি
ন্যায্য দাবি তুলতে সে
হয়েছে অস্ত্রধারী
তুমি নাকি জগন্মাতা
বোঝ না এই ছলজ্যগে জুগে রইলে হয়ে
পুতুল নাছের কল
ইচ্ছে মত সাজায়ে তোমায়ে
কন্যা, মাতা, জায়া
ভুলে তুমি আছ আজও
আপন রূপ ও কায়া
জাগো দুর্গা জাগ
নিজের বলে হও বলিয়ান
মহ নিদ্রা ত্যাগ।

Thursday, August 17, 2017

Repercussions

You did not heed, O gods of Indralok
While mortals groaned and cried
While lust and hate swept earth
While innocents were brutalized and killed.
You turned blind eyes, O gods of Indralok
While rampant rage ran amok
While helpless pleas filled skies
While parched lips and bulging eyes died.
Your heaven you thought secure
Your thrones everlasting
Mired in pleasure, drowned in wealth
In silo of power you lived, O gods of Indralok
As venom flowed and swept and flooded
As venom rose higher even higher
Reaching exalted spaces, touching untouched grounds
Swarming like locusts shadowing blue skies.
Whither now, O gods of Indralok?
None to stand by, none to come to aid
With silence, you killed those that could come to aid
Apathy stole your grace, inaction dug your graves.

Friday, August 11, 2017

মুখোশ মেলা

কাজের মুখোশ
সাজের মুখোশ
মুখোশ রকমারি
ভালর মুখোশ
আলোর মুখোশ
আমরা মুখশধারি।
ঘরে মুখোশ
বাইরে মুখোশ
মুখোশ সারি সারি
দিনের মুখোশ
রাতের মুখোশ
মুখোশ পরে মরি।
আজ এ মুখোশ
কাল ও মুখোশ
সময় মেনে চলি
উল্টো মুখোশ
সোজা মুখোশ
মুখোশ ঝুড়ি ঝুড়ি।
কোনটা আসল 
কোনটা মুখোশ
চিনতে কি আর পারি?
আসল ভেবে 
পরছি মুখোশ
সেই জ্বালাতেই জ্বলি।।

This day I promse

I promise today
familiar I'll discard
my known ways
my known days
faces I own
names well known
words I've used
language spoken
comforts worn
give them up in a go
to walk away
to other shores
where pain awaits
where dreams awake
leave behind
my cup of woes
my shame, shallow griefs
cut the cord
with a ruthless knife
nothing to lose
and nothing to gain
a hundred miles
to walk again.

Monday, July 24, 2017

চলার গান

ভাসিয়ে দিলাম ভালোবাসা
স্রোতের টানে
উরিয়ে দিলাম ভালোবাসা
আকাশ পানে
গান গেয়ে যাই, গান গেয়ে যাই
আপন মনে।
নাই বা কোথাউ মিলল বাসা
নাই বা পুরাক মনের আশা
যাব আমি যাব এবার
মরণ দানে 
গান গেয়ে যাই গান গেয়ে যাই
আপন মনে।।

Two worlds on the move

Sitting atop
a humongous bus
Relaxed, confident
Unconcerned
nor heat
nor dust,
nor rain
act as deterrent.

Sitting in car
air conditioned comfort
soft seat
space to relax
journey least tedious
furrowed brows
worried
stressed out. 

The Call

I hear Death
calling me
lovingly
promising rest.

I feel Death
touching me
gently
erasing memories.

A lover's concern
as I yearn
holding me
comfortingly

Glorious Death
smiling at me
once all is gone
invitingly.


Majestic Patrirch

Yes, I am  a woman
whimsical, tantrum throwing
hardly know my mind, you say
the one you love to call babe
babes know what they want
a feed. a hug, a cuddle sleep
and till you give it
they cry, they scream
go red in the face
that's focus, don't you agree?
You love the cute angel type
one who smiles and coos
does your bidding
a manicured lawn you create
false crested, decorative;
and there's the other one
scheming, manipulative
power hungry, a temptress
you call her witch or siren
the bonsai you create
huge trees stuffed in pots
twisting, turning
winding roots around self
stretching to make space
where there's none.
What of man, you ask?
is there no violence there?
Not much difference
decisive, authoritative
a hard coconut shell cover
hiding uncertain teenager
stepping into unknown territory
Brash and loud
Suave and polite
skins they wear
shading doubts, fears, tears.
Above both sits
Majestic Patriarch
forging into shapes.

Friday, July 21, 2017

শিকে ছেঁড়াম

আজকে বড় আমার ঘরে এলে
রাজামশাই?
সুও আবার রাগ করেছে বুঝি
ময়না টি তার কইছে না আর কথা
নাকি মতির মালা লাগছে কণ্ঠে ভার
কিছুই ভালো লাগছে না তার
গোসা ঘরে খিল পড়ল শোন
কইবে কথা, উপাই যে নেই কোন।
বস তবে আমার কুটির ঘরে
ছলা মোটর আনি তোমার তরে
রোজ তো কত মন্ডা মিঠাই পাও
আজকে না হয় সল্প আহার খাও
যত্ন করে পেটে দেব আসন
বস সেথায় রাজান।।

Every Day

Every morn my restless soul
strains at the leash, frustrated
yearning to break free
to play with clouds
to frolick with winds
to float in seas;
But day steps in
like a strict marm
schooling impatience
curbing impudence,
I become a well-behaved child
walking on my set path
my smile pasted
on my masked face.

Friday, July 14, 2017

In Response to Bans

Yesterday, I had a glass of wine.
Do you mind?
Not that I care
But I think it's only fair
to warn you that I did.
Now get to think, or work
Start your debates
to find the norm
then come with swords
or bring out the mob
The choice is yours
I leave it to you
I have my bottle
And that's what counts
your battle cries amount
to drunken rage
I am the one
that stays sage
And while you fight
I do declare
I'll go and enjoy
another game of solitaire.

Monday, June 19, 2017

Dearly Beloved

Dearly Beloved

You are never enough
The work you do
The games you play
The thoughts you think
The words you say
Just not enough.
Your arms that hug
Your tears that fall
Your lips that smile
Your voice that calls
Just not enough.
Years you've lived
Journeys you've made
Battles you've fought
Paths you've laid
just not enough.
The life you live
The burdens you bear
The hurdles you cross
The promises you swear
Never, never enough.

Loneliness

Loneliness follows me
like a faithful dog
ever present
rubbing against my legs
cheerily licking
my cold cold face

Loneliness wraps me
in a kind embrace
like a much loved comforter
cocooning my distress
familiar warmth
in a cold cold place

Loneliness gnaws me
by day and night
eroding substance
etching out pouts
making me wander
in cold cold space

Loneliness satiates me
like a sumptuous meal
feeding my body
calming my soul
filling me up
with unknown grace. 

ঘর খোঁজা

এ দেশ ও দেশ ঘুরি
খাল বিল নদী পাড়ি
সাগর ডিঙ্গায়ে চলে যাই
আপনার ঘর নাহি পাই।

কোন ঘর শুধু খাঁচা
কোন ঘর হয়ে মাচা
মন মত নীড় খুঁজে যাই
কেবলি ডানা ঝাপটাই।


নিরলস চলা

থমকে যাওয়া জীবন
গতিহীন।

প্রতি দিন চলা
স্প্রিয়াহীন।

ফুল ফোটা ঝরা
অর্থহীন।

মাদলের তাল তোলা
বিধিহীন।

তবু ও তো বাঁচা
তবু ও তো চাওয়া

নিরাশার ঘরে
আশা দ্বার খোলা

বেড়ী পরা পায়ে
দূর দেশে চলা

নিরালা বিতান
সুরে সুরে ঢালা।

Aging

When mind's excited
And spirit yearns
Yet body is lethargic
Each step a concern

When the past is crowded
And future is blank
When days pass by
Walking on the plank

When memories float
And present day sinks
When aches and pains
Form continuous rings

When ground rules break
And charades are done
When eccentricities
Get flouted as fun.



Saturday, April 29, 2017

পিরীত কি রীত

পিরীত কি রীত বঝে কয়ে জনা?
কেউ বলে কান্ঠালের আঠা
পিরীত লাগলে পরে ছারে না
কেউ বলে সে শুধু যন্ত্রণা।
কেউ বা ভাসে চোখের জলে
কেউ পরে বাঁধন
কেউ বা তারে দূরে ঠেলে
বলে পিরীত নিষ্প্রয়োজন।
যেন পিরীত নামে খেলছে সব জনা
তবু পিরীত কি রীত জানে কয়জনা?

হারিয়ে যাওয়া ছেলেবেলা

হারিয়ে যাওয়া ছেলেবেলা
আসছে ফিরে ফিরে
করছে রঙ্গ মেলা
আমার নিখোঁজ ছেলেবেলা।

মনে পড়ে? না পড়ে না?
আবছা আধো ছায়া
ধীরে ধীরে ধরেছে
নতুন কায়া, এ এক মায়া।

ছিল যারা অতি চেনা
প্রতি দিনের সাথী
দূরে তাদের দিল ঠেলে
কালের স্রোত আসি

সাগর যেমন ফিরায় রতন
করে নিয়ে গ্রাশ
জীবন সাগর তেমন করে
এনে দিল আজ।।

Sunday, April 23, 2017

Failed Farewell

I bid you goodbye
On spur of moment
In intense heat
Unthinking
Blinded
And by and by
Your memories surface
Like drops of water
From a leaking tap
Unstoppable
The sun and the shade
The warmth and the chill
Warring adversaries
Breaking the backbone
Of that goodbye.

That one desperate hug
That crushing embrace
Breaking the back of anger
That ran like fever in bloodstream
Melting the ice cold hurt
Condensed around my heart
Letting love flow again
Half eager half reluctant
Timid and dove like
A trickle of a creek
Afraid to gather speed
Waiting for another blow
To scuttle into retreat.

Unwanted

Unwanted

Like a single shoe
Its pair lost or stolen
Discarded

Like a movie ticket
After show's over
Destroyed

Like an old phone
With few features
Exchanged

Thursday, April 20, 2017

Your World Conspires

I wanna love you
forever and more
I wanna dream
of champagne and rose
Your world conspires
Your world's all gray
won't let me love
in my own way.

And so I don't love you
don't come in world's way
and so I go back
to my dreary days
Your world's happy
to let me stray
Your world's happy
to let me fade away.

I wanna hold you
close to my breast
I wanna let go
of the rest
Your world conspires
makes me regress
won't let me hold you
as I know best.

And so I don't hold you
put Your world to the test
and so I refrain
with heaving breast
and your world's delighted
to watch me fall
Your world's delighted
to hinder and stall.

I wanna kiss you
full, deep and long
I wanna feel
You and I belong
Our worlds conspire
won't give us our dues
won't let me kiss
it gives me the blues.

And so I don't kiss you
don't take a chance
and so I give up
my song and dance
Your world's happy
to see me low-laid
Your world's happy
to make me its slave.


Monday, April 17, 2017

The Stepping Stone

I lay on a shore
a well -formed stone
feeling blessed
hundreds stepped on me
to reach their boats;
None looked back
Few bid goodbye
as they sailed away.
Non remembered
that stepping stone
that supine lay.

With passing time
worn and brittle
grow that stone
no longer fit to be
a stepping stone
Now unwanted
kicked out of their path
by travellers,
in my mind
their memories haunt
each footprint
an immortal print
on my burning soul.

হেস না

হেস না
তোমার হাসি অসঝ্য
লুকিয়ে রাখে হাজার কথা
হাজার অসত্ত।

হেস না
তোমার হাসি বিষাক্ত
মেরে ফেলে হাজার আশা
হাজার আনন্দ।

হেস না
তোমার হাসি বেনিয়ম
উলটে দেয় ছকে বাঁধা
আমাদের জীবন।

হেস না
তোমার হাসি রক্তঝরা
ফোঁটা ফোঁটা চুইয়ে পড়ে
সাঙ্গ করে ছড়া।।

এ জীবন র ভালো লাগে না

এ জীবন আর ভালো লাগে না
থোড় বড়ী খাড়া দিন
আর কাটে না
সকালের সুজ্জিটা 
ম্যাড় মেড়ে ম্লান
সন্ধ্যাতে চাঁদ মামা
আড়ালে পালান
কিছু আর মনে ধরে না
থোড় বড়ী খাড়া দিন
মোটে কাটে না।

এ জীবন আর ভালো লাগে না
থোড় বড়ী খাড়া দিন
যেন কাতে না
কাল ঘুরে আজ হয়
একই সুর তাল
আজও যায় কাল হয়ে
নড়ে না যে পাল
কিছু আর মনে ধরে না
থোড় বড়ী খাড়া দিন
মোটে কাটে না।।

The Day I Die

What will that day be like?
I wonder
Will a golden Sun blaze in the sky
Will birds twitter and bees fly?
Will gloomy clouds shield and hide
Coz I'm to die?
Whatever the day
I'll not see nor ear
For I'll be on my way
On a new journey far away.

Will there be tears?
Will there be regret
That I've left?
Will some sigh and say
Now that's done
And we can rest
Whatever they say
I'll not hear nor see
For I'll be on my way
On a new journey far away.

Monday, April 10, 2017

ধিক তরে রাম

ধিক তোরে রাম ধিক
তুই এমন তোর রাজা
প্রজাবত্‌সল নাম কিনতে
সীতা রে দিস সাজা।
প্রাসাদ ছেড়ে এল সে
তোর পিছু পিছু
তার বিনা তোর রাজপাট
বাধে না কি কিছু?
পরের মুখে ঝাল খাস
তুই এমন তর জীব
আধা রাজা আধা স্বামী
দুইএ তে নির্জীব।
আগুনেতে ঝাঁপ দিল সে
রাখতে তোর মান
সিংহাসনে পাশে তারে
দিলি না তুই স্থান
পরেরে মুখে ঝাল খাস
তুই এমন তর জীব
আধা রাজা আধা স্বামী
দুইএ তে নির্জীব।।



কেন এমন হয়?

চলি সোজা রাস্তা ধরে
তবু হোঁচট খাবার ভয়
কেন এমন হয়?
সহজ সরল ইচ্ছে গুলো
উল্টো পাল্টা বয়
কেন এমন হয়?
যত ভাবি রাখব না আর ত্রুটি
যত ভাবি নেব এবার ছুটি
জড়িয়ে ধরে সংশয়
কেন এমন হয়?
সরল মনে বলে কথা
বুকে নিলে সবার ব্যাথা
আপন আঘাত নিরব রয়
কেন এমন হয়?

Saturday, April 8, 2017

ডাক

ভেজা মন
ডাকে শোন
ফিরে আয়
দুটি চোখ
অপলক
অপেক্ষায়
তবু কেন দূরে থাকা তোর?
তবু কেন রাত হয়েনা ভোর?

হাতে হাত
ধরা থাক
এ আশায়ে
কত পল
গেল বল
কুয়াশায়
তবু কেন দূরে থাকা তোর?
তবু কেন রাত হয়েনা ভোর?

বসে আজ
দিবা রাত
নিরালায়ে
প্রতিক্ষণ
এ জীবন
হায় হারায়ে
তবু কেন দূরে থাকা তোর?
তবু কেন রাত হয়ে না ভোর?

ছিঁড়ে দে
সব বাঁধন
এ বেলায়
তুই তবে
আয় রে আয়
ঘরে আয়
শেষ করে দূরে থাকা তোর
রাত তবে হয়ে যাক ভোর।।


Thursday, April 6, 2017

আমিই সেই মেয়ে

আমিই সেই মেয়ে
আমাকে তুমি বাঁচতে দাওনা
হত্যা কর ভ্রূণ অবস্থায়ে
বা সদ্য যাত আমার গলা টিপে
ফেলে দাও জঞ্জাল মেনে

আমিই সেই মেয়ে
আমার স্বপ্ন কেড়ে নাও তুমি
ডানা মেলার, স্বাধীন হবার স্বপ্ন 
আমার ইচ্ছে কে ফেলে দাও
আবর্জনার মত

আমিই সেই মেয়ে
আমার মনে শেকল পরাও
দেহ কে বাঁধ গন্ডিতে প্রতিদিন
নিয়মের বেড়াজালে ঘিরে রাখো
নিরাপত্তার দোহাই দিয়ে

আমিই সেই মেয়ে
পথে ঘাটে আমি হই
তোমার লালসার শিকার
তোমার বিদ্রূপের খোরাক
তোমার চোখে কেবলই নেশা লাগাই

আমিই সেই মেয়ে
আমার কত নাম দাও তুমি
কখন আমায় বল দেবি
আবার কখন বল দানবী
মানুষ বল না কখনোই

আমিই সেই মেয়ে
আমার প্রতি দিনের অগ্নিপরীক্ষা
আজ আগুন হয়েছি আমি
নিজের চিতায় বসে
করে চলি সাধনা

আমিই সেই মেয়ে
আমি মোরে বাঁচি
আবার বেঁচে মরি
তবু পথ চলি
আর পথ খুঁজি।।


Tuesday, April 4, 2017

আশাহারা

মনের শত সুপ্ত আশা
জেগে উঠে বারে বারে
ভাবি তারে ধরি ধরি
ধরতে তারে পারি না তাহারে।
তারা ডাক দিয়ে যায় কানে কানে,
তবু কেন আড়াল রাখে
তারা উঁকি মারে চুপি সারে
তবু লুকিয়ে থাকে বন বাদাড়ে
তার সুবাস টুকু ভেসে বেড়ায়
এধার অধার চারিধারে
অঙ্গে তারে মাখতে চাহি
কেন যেন পারি না রে
মনের ভাষা মুখের ভাষা
দন্দ বাধে দুটোই হারে।। 


Sunday, March 19, 2017

দিনযাপন

রাত গুলো কাঁটা কাঁটাদিন গুলো ফাঁকিচিন্তার যানজটমন ঢাকা ঢাকিহাতে ধরে হ্যারিকেনছুটো ছুটি সারবাদামের খোলা খাওমুখ করে ভারহুমকির গন্ধটাদেয় নাকে সুড়সুড়িল্যাজ তুলে মার ছুটথুড়ি থুড়ি থুড়ি।আলগোছে জল খাওদিও না চুমুকমন হবে ফুরফুরেজীবনেতে সুখনাক ডেকে ঘুম দিলেশরীরটা থাকেহানাহানি, কাটাকাটিতোলা থাক তাকেগরু ডাকে হাম্বাবিড়ালের ম্যাওতুমি হলে হান্সজারুসেটা বুঝে নাও।


Friday, February 17, 2017

Journey Ahead

Walk on, Brave heart
on your dusty path
with bleeding feet
with shredded heart
hankering no more
to  reach a shore
walk on, walk on
some shades you'll  find
as your path winds.
Pass golden gates
leave palace grand
not yours, not yours
to wait, to stand;
breathe no sigh
at fields strewn
with deep hued blooms
those lakes serene
they'll turn green.

Thursday, February 9, 2017

Breakup

It's over
you say the words
they echo
they revibrate
they resonate
It is said
you break the pen
that signs death sentence
Mine is signed
in words
never to be erased
breaking mind
smashing will
to live, to love again.
Your words
burst forth
in anger
in pain
unbearable
unrestrained
I know
your mind
will change
you'll come again
you'll hold me close
my broken mind
my crushed wings
will never mend.

অপরাধী

তোমায় ভালোবাসা
আমার চরম অপরাধ
সাস্তিতার দিচ্ছ 
দিনে দিন

তোমার আশায় থাকা
এক নিঠুর পরিহাস
প্রতি ক্ষণে
হচ্ছি বিলীন

তোমার মনের দিশা
বোঝা আজও ভার
বৃথা চেষ্টা করছি
অন্তহীন

তোমার দুখের বোঝা
আমার ভাগ্যে লেখা
সূর্য উঠার বেলা
আমিহীন।।

লঙ্কা কান্ড

আজ বিকেলে হল লঙ্কা কাণ্ড
দমকা ঝড়ে এলমেল
হল লণ্ডভণ্ড
হাজার জত্ন পরিস্রম
হয়ে গেল পন্ড।

কালকে আবার আর একটা ভোর হবে
রোজনামচা জীবন দুটো
ওমনি এগিয়ে যাবে
মন তখন বুঝবে না
আছে ক্ষতি কিম্বা লাভে।

আজকে শুধু রয়েছি বিষণ্ণ
কপালে কি আছে লেখা
কালের ধারার আছে রাখা
তোমার আমার জন্য
ঝড় ছিল না সামান্ন।।

She Lives

When
you bound her
or beat her
or held her
captive
She was not to blame.

When
you took her
or shook her
she ceased to be
mother or daughter
sister or wife;

When
she built
her life anew
away
from your kingdom
you robbed her
of dignity;

When
she learned
to speak
to hear and see
to use her claws
you crushed her.

And then
she lived
breathed in pain
she lived
in her heart
she lived
in her dreams
untold
unshared
unknown.

Friday, February 3, 2017

Heart, Hearth, Silence

I hear me scream
A long-drawn wail
follows desperate calls
till voice grows hoarse
sound bytes grow faint
the din of  peak-time traffic
the rush to claim success
drowns my gasping voice
and taunting, angry faces
accuse and mock
as breath seeps out
like blood from a fresh wound
staining both present and future.
Does my love deserve turmoil?
An open heart, my open hearth
enjoyed and usurped
abused, violated, abandoned
 left to mourn in silence.



Monday, January 30, 2017

I Speak

I speak loud
I speak clear
My words emerge
My words reach ears
As soundless bytes
They drown
In indifference
Stand suspended
In mid air
No place to land
No place to stand.

A bird chirps
Knifing silence
A lonely sound
a desperate call
Bits of sound
dash and shatter
Like snow balls
Hitting cold stone.
A chilled chirping
Champs at bit
Force restrained
Unrestrained.

ভালোবাসার রঙ

ভালোবাসার রঙ কেন লাল?
কে দিল এই রঙ?
হলুদ যদি দিত
খুব কি ক্ষতি হত?
হয়ত বা প্রেমের নামে
রক্ত ঝরা কমে যেত।
আমি কল ভালবাসা দেখেছি
কিছু বাদামী বা ধূসর
যত রূপ তত রঙ
তত পরিচায়
বুকে দোলা দেয়া ভালবাসা
হৃদপিণ্ড নিগড়ান ভালবাসা
ক্ষয়ে শেষ হওয়া ভালবাসা
উন্মাদ ভালবাস
শত রঙ ে রাঙান
অধরা আকাশে।।

Living with Silence

Silence creeps into bones
Silence pervadess mind
A walk from room to room
Flip flop of lonely thoughts
To provide strength,
Pen scratching on paper
To provide purpose
Abandoned attempt
Retire for a while
Soar tempted to rescind
Self passed decree
Again gunning for action
Again stuck in time wrap
Now read and heave
Turmoil in distant lands
Stalk the mind
Like predator prowling;
Let me but gather myself
To jump into the fray
Let me not leave the field
To fade away.

Wednesday, January 11, 2017

Porcupine

Prickly, as a Porcupine
Sensitive,
As touch-me-not
A shy step fore
A hasty retreat
Fearing pain
More and More
Who drives you?
An inner strength
Or world's view
Roll yourself
Roll yourself
A ball of spines
Much abhorred
Inside, a you
Soft and subdued
Torn and bleeding
None to view.


Wednesday, January 4, 2017

My Canvas

My canvas is small
On it I draw and erase
Draw and erase 
Pencil sketches 
Every day.
And each time I erase
I leave black marks
On my canvas
It's never white
Some marks
I incorporate
Into new sketches
Give them new shape
Some remain
Ugly spots
Blemishes, regrets
Undertones of dark thoughts.

Dreams in my eyes

Dreams in my eyes
Golden and rose
Vast as the skies
Each day arose

Dreams in my eyes
Hazy as mists
shifting, flowing
Heart and mind drift

Dreams in my eyes
Broken in bits
Hundred reflections
Some gone, some hits

Dreams in my eyes
Ever, anon,
Rising, falling
From dusk to dawn.

Dreams in my eyes
Bitter and sweet
One moment caught
Next in retreat.

Chasm

A small crack
For water to flow
A destructive force
Widening gap
Turning into torrent
Then river vast
And chasm stretched
Till at last
Once kissing parts
Lie on different lands
Muted voices
Unseen stance.

Shooting Star

Shooting Star
Falling from sky
Breaking tie
Leaving abode
Forging roads
A wonder you are!

Shooting Star
Bound for Earth
Moment of mirth
Carrying own light
Till out of sight
A wonder you are!

Shooting Star
Burning bright
Dissolving in night
Leaving no sign
Once you resig
A wonder you are!

Sunday, January 1, 2017

More dead than Alive

Yes, I'm with you
Walking by your side
Following footsteps
More dead than alive.
My face radiant
Words somewhat snide
Chatting, then silent
More dead than alive.
And when my time comes
To take a final ride
Mask will be in place
For dead will be alive.

Yes, I'm with you
A saving grace
On your cart I ride
More dead than alive.
Wandering by instinct
Taking both sides
Mask well in place
Till dead will be alive.

New Moments

What has come
And what has gone
The year-end you say
Well I say nay
What's gone is a moment
The one we've lived
What comes is a moment
The one we'll live
Between the two
Seas of change
Some sunshine, some sorrow
Some refreshing rain
Ring out the old
Ring in the new
With every moment
Love life anew.

Happy living